চার্জার ব্যবহারের নির্দেশনাঃ ম্যানুফ্যাকচার কোম্পানী ইউপিএস সাথে কোন চার্জার দেয় না। Mini UPS চার্জ দেওয়ার জন্য 12V 2A থেকে 3A পর্যন্ত ভাল মানের চার্জার ব্যবহার করতে হবে। কত এ্যাম্পিয়ারের চার্জার লাগবে তা নির্ভর করবে আপনার ডিভাইসের লোডের উপর। অনেকে প্রশ্ন করেন, রাউটার/ONU এর চার্জার (12V 0.5A বা 1A) দিয়ে চালানো যাবে কিনা। উত্তর হলো – না, এটি যথেষ্ট নয়। কারণ এই চার্জার দিয়ে একসাথে লোড চালানো ও UPS চার্জ করা সম্ভব না। কম ভোল্ট বা কম অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করলে ২-৩ মাসের মধ্যে UPS-এর ব্যাকআপ টাইম কমে যাবে এবং ব্যাটারিও নষ্ট হতে পারে। UPS-এর ওয়ারেন্টি চার্জারের উপর নির্ভর করে। তাই সঠিক ভোল্ট ও অ্যাম্পিয়ারযুক্ত ভাল মানের চার্জার (মূল্য ৩০০-৪০০ টাকার মধ্যে) ব্যবহার করুন। খুব সস্তা চার্জার কিনলে, চার্জারের গায়ে লিখা অনুযায়ী ভোল্টেজ/কারেন্ট সঠিক পাবেন না, যা UPS-এর ক্ষতি করতে পারে। ভাল মানের চার্জার ব্যবহার করলে আমাদের UPS দিয়ে ২-৩ বছর পর্যন্ত ভালো সার্ভিস পাওয়া সম্ভব।যার কারনে আমরা নিজেরা সোর্সিং করে কম দামে ভাল মানে একটি চার্জার এই প্যাকেজের সাথে এড করেছি।